হ্যাকারের কবলে শাবনূর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর নিরবতা ভেঙে সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রাম, ইউটিউব ও ফেসবুকে নিয়মিত আপডেট নিয়ে হাজির হচ্ছেন তিনি, বেশ সাড়াও পাচ্ছেন। তবে খারাপ খবর হচ্ছে এই নায়িকার ফেসবুক আইডি ছাড়া সোশ্যাল হ্যান্ডেলের  বাকি সব আইডি হারিয়েছেন হ্যাকারদের হাতে।

আজ শনিবার নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে শাবনূর নিজেই এ খবর জানিয়েছেন। তিনি বলেন, ‘কেউ একজন আমার ইউটিউব, ফেসবুক পেইজ ও ইনস্টাগ্রাম হ্যাক করেছে। তবে আমি এখন আমার ফেসবুক আইডি ও ইনস্টাগ্রামে ঢুকতে পারছি। যদিও আমি নিশ্চিত আমার ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি পুরোপুরি আমার নিয়ন্ত্রণে আছে কিনা। তবে এতটুকু বলতে চাই, পুরোপুরি নিয়ন্ত্রণের আগ পর্যন্ত আমার আইডিগুলো থেকে কোন কিছু পোস্ট হলে তা আমি করছি না। আমি আইডি ফেরত পেলে খুব দ্রুতই সবাইকে জানাবো।’উল্লেখ্য, অনেক দিন ধরে চলচ্চিত্রের বাইরে থাকলেও জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি শাবনূরের। সে সুযোগ নিয়ে তার নামে বহু ভুয়া আইডি ও পেইজ খুলে ছিল অনেকে। এতে নানা ধরণের প্রতারণার শিকার হচ্ছিল মানুষজন। সে জায়গা থেকে এবং ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হন তিনি।

শাবনূর প্রথমে ইন্সটাগ্রামে নিজের নামে আইডি খোলেন। এর সাথে ফেসবুকেও সরব হন। সর্বশেষ তিনি ইউটিউবে নিজের নামে চ্যানেল খুলে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছেন, যা দর্শক মহলে সাড়া ফেলেছে। এরই মধ্যে সবাইকে মন খারাপের খবর দিলেন এই নায়িকা।

LEAVE A REPLY