যুক্তরাজ্যে ‘নো টাইম টু ডাই’র প্রথম দিনে আয় ৫০ মিলিয়ন পাউন্ড

যুক্তরাজ্যে ‘নো টাইম টু ডাই’র প্রথম দিনে আয় করেছে ৫০ মিলিয়ন পাউন্ড। মহামারী করোনাভাইরাসের কারণে একাধিকবার পিছিয়ে যাওয়ার পর গত ৩০ সেপ্টেম্বর যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের ৭৭২ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। ‘নো টাইম টু ডাই’ ছবিতে শেষবারের মতো জেমস বন্ড চরিত্রে দেখা যাবে ড্যানিয়েল ক্রেইগকে। ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ দিয়ে ব্রিটিশ সিক্রেট এজেন্ট ‘জেমস বন্ড’ হিসেবে যাত্রা শুরু করেন ক্রেইগ।

‘নো টাইম টু ডাই’ ছবিতে ক্রেইগের বিপরীতে অভিনয় করেছেন ফরাসি অভিনেত্রী লিয়া সেদু। মুক্তির পর সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ছবিটি। এই ছবির জন্য ব্যয় হয়েছে আড়াইশ মিলিয়ন ডলার।‘স্পেকট্রা’ ও ‘স্কাইফল’ থেকে সব মিলিয়ে প্রায় এক বিলিয়ন ডলার আয় হয়েছিল। ধারণা করা হচ্ছে, আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে ‘নো টাইম টু ডাই’।

গত ২৮ সেপ্টেম্বর লন্ডনের রয়্যাল আলবার্ট হলে অনুষ্ঠিত হয় সিনেমাটির রাজকীয় প্রিমিয়ার। এতে অংশ নেন ব্রিটিশ রাজ পরিবারের প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন, প্রিন্স চার্লস ও তার স্ত্রী ক্যামিলা।

LEAVE A REPLY