বলশেভিক বিপ্লবের পর প্রথম রাজকীয় বিয়ে দেখল রাশিয়া

বলশেভিক বিপ্লবের পর রাশিয়ার শেষ জার দ্বিতীয় নিকোলাসকে সপরিবারে হত্যা করে বিপ্লবীরা। সেই বিপ্লব অক্টোবর বিপ্লব নামেও পরিচিত। ঐতিহাসিক সেই বিপ্লবের ১০০ বছরের বেশি সময় পার হওয়ার পর কোনো রাজকীয় বিয়ে দেখল রাশিয়া। শুক্রবার সেন্ট পিটার্সবার্গের সেন্ট আইজাক ক্যাথেড্রালে জার পরিবারের সন্তান গ্র্যান্ড ডিউক জর্জ মিখালোভিচ রোমানভ তার ইতালিয়ান প্রেমিকা ভিক্টোরিয়া রোমানোভা বেত্তারিনিকে বিয়ে করেন। বিয়েতে সাদা গাউনে সেজেছিলেন কনে। মাথায় ছিল মুকুট। 

মস্কো টাইমস জানিয়েছে, বিয়েতে ১৫০০ অতিথি ছিলেন। এর মধ্যে বেলজিয়া, বুলগেরিয়া, স্পেনসহ বিভিন্ন দেশের ৫০ জন রাজকীয় অতিথিও ছিলেন। রাশিয়ার সরকারের মুখপাত্রও হাজির ছিলেন বিয়েতে। বিয়ের খাবারের আয়োজনে ছিলেন ক্যাটারিং ম্যাগনেট ইয়েভজেনি প্রিগোঝিন, যিনি পুতিন শেফ নামেই বেশি পরিচিত। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯২ সালে রাশিয়ায় ফিরেছিলেন মিখালোভিচ। বিয়ের জন্য সেন্ট পিটার্সবার্গকে বেছে নেওয়া প্রসঙ্গে ৪০ বছরের মিখালোভিচ বলেছেন, ‘রাশিয়ায় এটিই ছিল প্রথম স্থান যেখানে আমরা ফিরেছিলাম। এ শহর আমার পরিবারের মানুষদের জন্য অনেক কাছের।’

উল্লেখ্য, ১৯১৮ সালের জুলাইয়ে বলশেভিক বিপ্লবীরা ফায়ারিং স্কোয়াডে গুলি করে হত্যা করে শেষ জার দ্বিতীয় নিকোলাস, তার স্ত্রী ও পাঁচ সন্তানকে। জার পরিবারের অন্য সদস্যরা বিপ্লবের আগেই ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন।

LEAVE A REPLY