জাতীয় ক্রিকেট দলে এক সময়কার নিয়মিত খেলোয়াড় নাসির হোসেনকে ঘিরে বিতর্কের শেষ নেই। তবে মাঠের বাইরের এসব বিতর্ককে এক পাশে রেখে মাঠে ফেরার জন্য লড়ে যাচ্ছেন নাসির। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরুর আগে বাধ্যতামূলক ফিটনেস টেস্টে দিয়েছেন তিনি। সেই পরিক্ষায় ভালোভাবেই উতরে গেছেন এই অলরাউন্ডার।
শনিবার মিরপুরে ফিটনেস টেস্টে অংশ নেন এনসিএলে খেলার অপেক্ষায় থাকা ক্রিকেটাররা। বিভিন্ন দলের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলে এনসিএলের জন্য দলগুলোর মূল স্কোয়াডে জায়গা পাবেন। ফিটনেস পরীক্ষা হয়েছে ইয়ো ইয়ো টেস্টের মাধ্যমে। এতে নাসির হোসেন পেয়েছেন ১৭ নম্বর। ফলে এনসিএলে খেলতে আর কোনো বাধা নেই নাসিরের।
ফিটনেস টেস্টে চমক দেখিয়েছেন আবু হায়দার রনি। এই পেসার পেয়েছেন ১৯.৩ নম্বর। এছাড়া ফিটনেস টেস্ট উতরে গেছেন নাঈম ইসলাম ও শুভাশীষ রায়ও।