গত আইপিএলের মাঝপথে দিনেশ কার্তিককে হুট করে সরিয়ে এইউইন মরগ্যানকে অধিনায়ক বানায় কলকাতা নাইট রাইডার্স। যুক্তি ছিল, মরগ্যান ২০১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক। যদিও সেই বিশ্বকাপ জয়ে তার অবদান ছিল সামান্যই। চলতি আইপিএলে একের পর এক ম্যাচ ব্যাট হাতে ব্যর্থ হচ্ছেন মরগ্যান। তার ক্যাপ্টেন্সিও সমালোচনার যোগ্য। গতকাল পাঞ্জাব কিংসের কাছে হারের পর নাইট অধিনায়ককে সতর্ক করে দিয়েছেন দলটির কোচ ব্রেন্ডন ম্যাককালাম।
আরব আমিরাতে অনুষ্ঠিত গত চার ম্যাচে মাত্র ১৭ রান করেছেন মরগ্যান। প্রতি ম্যাচেই মিডল অর্ডারে ধস নেমেছে। সাংবাদিক সম্মেলনে ম্যাককালাম বলেন, ‘মরগ্যান দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার। দলের অধিনায়ক। এবং সবচেয়ে বড় কথা সে আন্তর্জাতিক ক্রিকেটার। তাই দলকে সাফল্য এনে দিতে তাকে রান করতেই হবে। অধিনায়ক হিসেবে সে খারাপ করছে না। তবে এবার রান করতে হবে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ছন্দ হারানোর ব্যাপারটা মরগ্যান নিজেও জানে। তাই আমি আশাবাদী সে ছন্দে ফিরবে।’
চতুর্দশ আইপিএলে এখন পর্যন্ত ১১ ইনিংসে ১০৯ রান করেছেন মরগ্যান। স্ট্রাইক রেট মাত্র ১০০.৯২। আর গড় তো ১০.৯! একজন অল-রাউন্ডারের অভাবও বোধ করছে কলকাতা। সাকিব একাদশে সুযোগ পাচ্ছেন না। কিন্তু ম্যাককালামের চিন্তা আন্দ্রে রাসেলকে নিয়ে। তিনি বলেন, ‘আন্দ্রে রাসেলের মতো বিশ্বমানের ক্রিকেটার না থাকলে তো ভারসাম্য নষ্ট হবেই। দলে যখন একজন বড় মাপের অলরাউন্ডার খেলতে পারে না তখন ব্যাটিং বা বোলিং কোনও একটা বেশি শক্তিশালী করে খেলতে হয়।’