এমনিতেই দিনে দিনে তলানিতে নেমে যাচ্ছে বাংলাদেশের ফুটবল; তার ওপর জন্ম নিল নতুন এক হাস্যকর ঘটনার। গতকাল সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। কিন্তু ম্যাচ শুরুর মিনিট দশেক পরই দেখা যায়, দ্রুত মাঠ ছাড়ছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। পরে জানা যায়, জামাল মাঠ ছেড়েছিলেন শর্টস বদলাতে। না, তার শর্টস ছিঁড়ে যায়নি। বরং সেই শর্টস নিয়ে ঘটেছে এক অদ্ভুত ঘটনা।
মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে জামাল ভূঁইয়াকে দেখা যায় ৬ নম্বর জার্সি পরে মাঠে নামতে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে, তার শর্টস নাম্বার ছিল ৫! সোশ্যাল সাইটে সেই ছবি ভাইরাল হয়ে যায়। শুরু হয় তুমুল আলোচনা আর রসিকতা। দেশের ফুটবলের দুরাবস্থা জামাল ভূঁইয়ার পোশাকে ফুটে উঠেছে বলেও কেউ কেউ তীর্যক মন্তব্য করছেন। এমনিতে জামাল ক্লাব, জাতীয় দল দুই ভূমিকাতেই ৬ নম্বর জার্সি পরেন। কিন্তু তার শর্টসের নাম্বার ৫ হলো কীভাবে?
এই কেলেঙ্কারি নিয়ে বাংলাদেশ দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু বলেন, জামাল ভুল করে পাঁচ নাম্বার শর্টস পরে ফেলেছেন। ড্রেসিংরুমে ১ থেকে ২৩ নম্বর পর্যন্ত সব জার্সি-প্যান্ট পাশাপাশি থাকে। ৫ নম্বর জার্সিটি বরাদ্দ ছিল পাঁচ বছর পর জাতীয় দলে ফেরা ডিফেন্ডার রেজাউলের জন্য। জামাল হয়তো তাড়াহুড়ায় ভুল করে সতীর্থের শর্টস পরে ফেলেছেন। পরে বিষয়টা চোখে পড়তেই জামালকে শর্টস পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়।