টাইগারদের করোনা পরীক্ষা শেষ, কাল বিশ্বকাপ যাত্রা

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আগামীকাল ওমানের উদ্দেশে দেশ ত্যাগের আগে আজ বাংলাদেশি ক্রিকেটারদের বাধ্যতামূলক করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতে চলমান আইপিএল খেলছেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। তাই তাদের করোনা টেস্টের কোনো সুযোগ নেই। তবে যেহেতু দুজনেই আইপিল জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে আছেন, তাই তারা সরাসরি মাস্কাটে দলের সাথে যোগ দিতে পারবেন।

কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বিশ্বকাপের ১৪ দিন আগে ওমান যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদের দল। রবিবার রাত ১০টা ৪৫ মিনিটে তারা ওমানের ফ্লাইটে উঠবেন। সোমবার ওমানে পৌঁছানোর পর এক দিন রুম কোয়ারেন্টিন শেষে ৫ অক্টোবর থেকে শুরু হবে অনুশীলন। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘যেহেতু আগামীকাল ওমানের জন্য দেশ ত্যাগ করবে দল, তাই আজ তাদের কোভিড-১৯ পরীক্ষা হয়েছে।’

ওমানে এক টানা চার দিনের অনুশীলনের পর ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। সেখানেও একদিনের রুম কোয়ারেন্টিনে থাকতে হবে। ১১ অক্টোবর থেকে পুনরায় শুরু হবে অনুশীলন। সংযুক্ত আরব আমিরাতে ১২ এবং ১৪ অক্টোবর আইসিসি আয়োজিত দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৫ অক্টোবর ওমানে শুরু হবে বিশ্বকাপের মূল লড়াই। সুপার-১২তে খেলার যোগ্যতা অর্জনের জন্য প্রথম রাউন্ডে স্কটল্যান্ড, ওমান আর পাপুয়া নিউগিনির বিপক্ষে লড়তে হবে বাংলাদেশকে।

LEAVE A REPLY