ইরানের নৌ-বাহিনী কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, শত্রুর যে কোনো হুমকি মোকাবিলায় ইরানের নৌ-বাহিনী অত্যন্ত শক্তিশালীভাবে প্রস্তুত রয়েছে। দেশের পানিসীমায় শত্রুর যে কোন ভুলের দাঁতভাঙা জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ার দেন তিনি।
শনিবার নৌ-বাহিনীর এক অনুষ্ঠানে অংশ নিয়ে রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এসব কথা বলেন। তিনি বলেন, ইরানি নৌ-সেনাদের জবাব এতোটাই কঠোর হবে যে, শত্রুদের তাদের ভুল পদক্ষেপের জন্য অনুতপ্ত হতে হবে। তেহরানের ওপর অব্যাহত নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশের তরুণরা বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তি আবিষ্কার করে দেশকে সামরিক খাতে স্বনির্ভর করেছেন।
এদিকে, পরমাণু চুক্তি নিয়ে আলোচনা ফের শুরু করতে ‘সদিচ্ছার প্রমাণ’ হিসেবে ওয়াশিংটনকে আটকে রাখা অর্থের মধ্যে এক হাজার কোটি ডলার ছাড় করতে বলেছে তেহরান।