ফ্রান্সকে তুরস্কের হুঁশিয়ারি

তুরস্ক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, গ্রিস সম্প্রতি ফ্রান্সের কাছ থেকে যুদ্ধজাহাজ কেনার যে চুক্তি করেছে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করবে। একইসঙ্গে চুক্তিটি আঙ্কারাকে কোণঠাসা করার লক্ষ্যে স্বাক্ষরিত হয়েছে বলেও উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানজু বিলজিক শনিবার এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ফ্রান্সের কাছ থেকে কয়েকশ’ কোটি ইউরো মূল্যের তিনটি যুদ্ধজাহাজ কেনার যে চুক্তি গ্রীস করেছে তার প্রচণ্ড সমালোচনা করেন বিলজিক। খবর পার্সটুডে ও এএফপির।তিনি বলেন, গ্রিসের সমরাস্ত্র বৃদ্ধি এবং তুরস্কের সঙ্গে সহযোগিতার পরিবর্তে আঙ্কারাকে কোণঠাসা করার প্রচেষ্টা এমন এক ভুল পদক্ষেপ যার ফলে গ্রিসের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া এ পদক্ষেপের ফলে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাও বিপন্ন হবে। গ্রিস তার পানি ও আকাশসীমার পরিধি অবৈধভাবে বৃদ্ধি করতে চায়- উল্লেখ করে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এথেন্সের এ প্রচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি।

গত মঙ্গলবার প্যারিসের অ্যালিজা প্রাসাদে গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সঙ্গে সাক্ষাতের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেন, দ্বিপক্ষীয় ‘কৌশলগত অংশীদারিত্ব চুক্তি’র ভিত্তিতে গ্রিস ফ্রান্সের কাছ থেকে তিনটি ‘বেলহাররা ফ্রিগেট’ কিনবে।

ম্যাকরন দাবি করেন, ৩৫১ কোটি ডলার ইউরো মূল্যের এসব ফ্রিগেট তুরস্ককে হুমকিগ্রস্ত করার জন্য বিক্রি করা হচ্ছে না; বরং ভূমধ্যসাগর, উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়া ও বলকান অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ চুক্তি সই হয়েছে।

LEAVE A REPLY