ক্ষেপনাস্ত্র পরীক্ষা নিয়ে দ্বৈত নীতি পোষণ করছে জাতিসংঘ : উ. কোরিয়া

উত্তর কোরিয়া তাদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে আন্তর্জাতিক সমালোচনার প্রেক্ষিতে গতকাল রবিবার বলেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাদের সদস্য দেশগুলোর সামরিক কর্মকাণ্ড সম্পর্কে দ্বৈত নীতি পোষণ করে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এই খবর প্রচার করেছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের অনুরোধের পর শুক্রবার নিরাপত্তা পরিষদ এ বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক করে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিভাগের পরিচালক জো শোল সু বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক হওয়ার অর্থ হচ্ছে তাদের কর্মকাণ্ড এবং সার্বভৌমত্বের ওপর অনধিকার প্রবেশ এবং মাত্রাতিরিক্ত উসকানি।

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গে যৌথ সামরিক মহড়া ও সমরাস্ত্র পরীক্ষায় নিরাপত্তা পরিষদের চুপ থাকা এবং উত্তর কোরিয়ার আত্মরক্ষার কাজকর্ম নিয়ে কথা বলাটা তাদের দ্বৈত নীতির প্রকাশ।

LEAVE A REPLY