আইপিএলে গতির রেকর্ড গড়লেন কাশ্মীরের পেসার

আইপিএলের শেষ আটে দলের যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই সানরাইজার্স হায়দরাবাদ তরুণদের খেলার সুযোগ দিচ্ছে। গতকাল রবিবার অভিষেক ম্যাচেই রেকর্ড গড়লেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার উমরান মালিক। উইকেট না পেলেও জম্মু-কাশ্মীরের এই পেস তারকা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আইপিএলে সবচেয়ে জোরে বল করেছেন। 

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১৫১.০৩ কিলোমিটার বেগে একটি বল করেন কাশ্মীরের এই পেসার। আর এটাই আইপিএলে ভারতীয়দের করা সর্বোচ্চ গতির বল। ম্যাচের পর মালিকের প্রশংসা করেন হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন, ‘সে খুব জোরে বল  করতে পারে। তাকে সুযোগ দিতে পেরে ভালো লাগছে।’

৪ ওভার বল করে ২৭ রান দিয়েছেন উমরান মালিক। তাকে নিয়ে উইলিয়ামসন আরও বলেছেন, ‘নেট প্র্যাকটিসের সময় আমরা উমরানের বিপক্ষে খেলে থাকি। সে সবার চেয়ে আলাদা। জোরে দৌড়ে এসে বল করে। আমাদের প্লে-অফে যাওয়ার সুযোগ নেই। তাই বাকি ম্যাচগুলোতে তরুণদের সুযোগ দিচ্ছি।’ মালিকের প্রশংসা করেছেন ম্যাচসেরার পুরস্কার পাওয়া নাইট রাইডার্সের শুভমান গিল।

LEAVE A REPLY