সুনিল ছেত্রীর গোলে পিছিয়ে রইল বাংলাদেশ

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় মালের জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর ভারত। দুই প্রতিবেশী দেশের এই লড়াই নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ। কিন্তু গোল করতে পারেনি। উল্টো গোল করে ভারতকে এগিয়ে দিয়েছেন দলটির অধিনায়ক সুনিল ছেত্রী।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসেছিল দুই দল। ২৭ মিনিটেই এগিয়ে যায় ভারত। ডান দিক থেকে আক্রমণে উঠে উদান্ত সিং গোলপোস্টের দিকে এগিয়ে যান। তার দারুণ পাস থেকে ডি বক্সের মাঝ বরাবর থাকা সুনিল ছেত্রী বল পেয়ে বাংলাদেশের ডিফেন্স চিরে দর্শনীয় শটে তা জালে জড়িয়ে দেন।

গতকাল রবিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ অস্কার ব্রুজোন সুনিল ছেত্রীকে আটকানোর কথা বলেছিলেন, ‘ছেত্রীকে আমি ভালোভাবে চিনি ও জানি। তার কোচ ছিলাম। ডি বক্সে সে ভয়ংকর এক খেলোয়াড়। অল্প জায়গা থেকে গোল করে দিতে পারে। তবে তাকে কীভাবে থামাতে হয়, সেটা আমি জানি। কাজেই আমরা সেভাবেই পরিকল্পনা করছি। আমি মনে করি, কাল ভালো লড়াই হবে। আমরা লড়াই করব এবং জয়ের জন্যই খেলব।’

LEAVE A REPLY