মাদক মামলায় বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ানের জামিন আবেদন নাকচ করে দিয়েছে মুম্বাইয়ের আদালত। ২৩ বছর বয়সী এই যুবককে আগামী বৃহস্পতিবার পর্যন্ত নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হেফাজতে রাখা হবে। সোমবার (৪ অক্টোবর) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
গ্রেফতারের পর আইনি প্রক্রিয়ার এক বিশেষ অংশ অনুযায়ী আরিয়ান খানকে ল্যান্ডলাইনে শাহরুখ খানের সঙ্গে দুই মিনিট কথা বলার সুযোগ দিয়েছে এনসিবি। মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পর এই প্রথম তাদের কথা হয়। এসময় বাবার সামনে কান্নায় ভেঙে পড়েন আরিয়ান।
জানা গেছে, এনসিবির কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করার সময়ে বার বার কান্নায় ভেঙে পড়ছিলেন আরিয়ান। জিজ্ঞাসাবাদের সময়ে আরিয়ান জানিয়েছেন, চার বছর ধরে তিনি মাদক নিচ্ছেন।
ইত্তেফাক/এসএ