ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেই রোনালদোর মাথায় সেরার শিরোপা

দু মাস হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডে পা রেখেছেন। এসেই সেরার শিরোপা ক্রিশ্চিয়ানো রোনালদোর মাথায়। রেড ডেভিলস শিবিরের এই মাসের সেরা ফুটবলার নির্বাচিত হলেন সি আর সেভেন।

Wallpaper 4k Cristiano Ronaldo 8K Legacy The Private Edition Wallpaper

জুভেন্তাস থেকে দীর্ঘ নাটকের পর ১২ বছর পর আবার ম্যানচেস্টার ইউনাইটডে প্রত্যাবর্তন হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যান সিটি বনাম ম্যানচেস্টার ইউনাইটেড লড়াইয়ে শেষ পর্যন্ত ফের রে়ড ডেভিলস শিবিরেই ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন রোনাল্ডো।

Cristiano Ronaldo breaks a massive record of Brazilian football legend  'Pele', find out what | IWMBuzz

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সেই সাত নম্বর জার্সিতে মাঠে নেমেই সফল তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডর জার্সিতে প্রথম ম্যাচেই জোড়া গোল। এরপরই চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে ম্যানচেস্টারের জার্সিতে নেমেছিলেন তিনি। দল না জিতলেও, সেই ম্যাচেও গোল ছিল রোনালদোর। আর কয়েকদিন আগে চ্যাম্পিয়ন্স লিগে তো তার গোলেই ম্যাচ জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

এই মাসের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে দে খেয়া, লিঙ্গার্ডরাও ছিলেন। কিন্তু রোনাল্ডোর সঙ্গে শেষ পর্যন্ত পেরে ওঠেননি। পুরনো ক্লাবে ফিরেই প্রথম সেরার শিরোপাটা মাথায় তুলে নিলেেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

ইত্তেফাক/এফএস

LEAVE A REPLY