কিলিয়ান এমবাপ্পে।
<রাজি ছিলেন কিলিয়ান এমবাপ্পে। ইচ্ছুক ছিল রিয়াল মাদ্রিদও। কিন্তু প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে সমঝোতা না হওয়ায় দলবদলে শেষ পর্যন্ত কিছুই হয়নি। তাই আরও একটা মৌসুম পিএসজিতেই কাটাচ্ছেন এমবাপ্পে। তবে দলবদল চলাকালে পিএসজির একটি বক্তব্য ভালো লাগেনি তার। সেজন্য নিজেকে চোর ভেবেছিলেন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড।
দলবদল মৌসুমের শুরু থেকেই পিএসজি ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন এমবাপ্পে। তাকে বিক্রি করে ক্লাব যাতে মোটা অঙ্কের অর্থ পায় সেটাও চেয়েছিলেন তিনি। দলবদল শেষ হওয়ার পর নিজের প্রথম সাক্ষাতকারে এমবাপ্পে বলেন, ‘যেই মূহুর্তে আমি চুক্তি নবায়ন করতে চাইনি তখনই চলে যেতে চেয়েছিলাম। যাতে করে ক্লাব ভালো অর্থ পেয়ে আমার বিকল্প আনতে পারে। ব্যক্তিগতভাবে, পিএসজির দেয়া বক্তব্যটি (আগস্টের শেষ সপ্তাহে এমবাপ্পে চলে যেতে চেয়েছিল) আমার ভাল লাগেনি। কারণ এটা ভুল, তাতে নিজেকে চোর মনে হয়েছিল। আমি তাদের জুলাইয়ে শেষ দিকেই জানিয়েছিলাম।’
লিওনেল মেসি, নেইমার সঙ্গে পিএসজি বর্তমানে সুখেই আছেন এমবাপ্পে। তিনি বলেন, ‘এই ক্লাব আমাকে অনেক কিছু দিয়েছে। চার বছরে সবসময়ই আমি এখানে খুশি ছিলাম এবং এখনো আছি।’
ইত্তেফাক/এসআই