আম্পায়ারের সিদ্ধান্তই ঠিক ছিল; বলটি ‘ওয়াইড বল’

চলমান চতুর্দশ আইপিএলের মাঝপথে আম্পায়ারিং নিয়ে বেশ বিতর্ক শুরু হয়েছে। গতকাল সোমবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে অনেক কাঠখড় পুড়িয়ে ম্যাচ জিতলেও দিল্লি ক্যাপিটালস ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বল নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। ডোয়েন ব্র্যাভোর করা বল সম্পূর্ণরূপে ক্রিজের বাইরে পড়ায় আম্পায়ার প্রথমে নো-বল ঘোষণা করেন। পরে সিদ্ধান্ত বদলে সেটা ওয়াইড দেন। এটা নিয়েই শুরু হয় সমালোচনা।

দিল্লির ডাগআউটে বসে থাকা কোচ রিকি পন্টিংকে ক্ষুব্ধভাবে আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে প্রখ্যাত ধারাভাষ্যাকার হর্ষ ভোগলে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ক্রিকেটের নিয়ম দিয়ে আম্পায়ারের সিদ্ধান্ত সঠিক বলেই প্রমাণ করেছেন, ‘একজন শীর্ষ আম্পায়ারের কাছে বিষয়টি জানতে চেয়েছিলাম। শেষ ওভারে ওয়াইড বলের নির্দেশটা সঠিকই ছিল। কারণ বল উইকেটের কাছে পৌঁছানোর আগে মাটিতে পড়েনি।’

নিজের যুক্তির স্বপক্ষে একটি ছবিও পোস্ট করেন হর্ষ ভোগলে। ক্রিকেটের ২১.৭ নিয়ম অনুযায়ী বল যদি সম্পূর্ণ বা আংশিকভাবে ব্যাটসম্যানের উইকেটে পৌঁছানোর আগে পিচের বাইরে পড়ে, শুধুমাত্র সে ক্ষেত্রেই সেটি নো-বল বল হবে। আর মাটি না ছুঁলে ওয়াইড। সুতরাং, এই ঘটনা আবারও প্রমাণ করে দিল যে, শত তর্ক বিতর্কের মাঝেও আম্পায়াররা সর্বদা ক্রিকেটের নিয়ম মেনেই চলার চেষ্টা করেন। অনেক ক্ষেত্রেই সেই সূক্ষ্ম নিয়মগুলো ক্রিকেটাররাও পুঙ্খানুপুঙ্খভাবে জানেন না।

LEAVE A REPLY