এক ঘণ্টাতেই হাওয়া ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

শুধু বৈশ্বিক ইভেন্ট ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানকে এখন আর মুখোমুখি দেখা যায় না। তাই দেশ দু’টির লড়াই দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। আগামী ২৪ অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা। অবাক করা ব্যাপার হলো, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচের সব আসনের টিকিট মাত্র এক ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে গেছে।

টিকিট বিক্রি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম প্লাটিনাম লিস্টে। রবিবার রাতে আইসিসির পক্ষ থেকে টিকিট বিক্রির ঘোষণা আসার পর মাত্র এক ঘণ্টার মধ্যে ম্যাচের সব টিকিট বিক্রি শেষ হয়ে য়ায়।

বহুল প্রতীক্ষিত সেই ম্যাচের জন্য জেনারেল, জেনারেল ইস্ট, প্রিমিয়াম, প্যাভিলিয়ন ইস্ট ও প্লাটিনামের টিকিট ছাড়া হয়েছিল। সবগুলো গ্যালারির টিকিটই শেষ হয়ে গেছে। সর্বোচ্চ দাম ছিল প্রিমিয়াম ও প্লাটিনাম টিকিটের। এগুলো ১৫০০ ও ২৬০০ দিরহামে কিনে নিয়েছে দর্শকরা।

বিশ্বের সেরা ১৬টি দলকে নিয়ে আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। ওমানের রাজধানী মাস্কটে আটটি দলকে নিয়ে হবে বাছাই পর্ব। এরপর ২৩ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে মূল পর্ব। ১৪ নভেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে টুর্নামেন্টটি।

আরব আমিরাতে ৭০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করতে পারবে। অন্যদিকে, বাছাই পর্বের ম্যাচগুলোতে ৩ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবে।

গত রবিবার থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪৫ ম্যাচের টিকেট বিক্রি শুরু করেছে আইসিসি। বিশ্বকাপের টিকিট এই ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে- (https://www.t20worldcup.com/tickets)।

ইত্তেফাক/ইআ/টিএ

LEAVE A REPLY