তালেবানকে স্পষ্ট বার্তা দিতে চান ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ৷

আন্তর্জাতিক স্বীকৃতি পেতে চাইলে তালেবানকে কী করতে হবে তা স্পষ্ট জানিয়ে দিতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। এ মাসে অনুষ্ঠিত হতে যাওয়া জি২০ সম্মেলন থেকে এমন বার্তা দেয়ার দাবি জানিয়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায় ‘ফ্রান্স ইন্টার’ বেতারে মঙ্গলবার (৫ অক্টোবর) সম্প্রচার হওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, তালেবানকে দেয়া বিভিন্ন শর্তের মধ্যে নারীর সমতা, বিদেশি দাতা সংস্থাগুলোকে কাজ করতে দেয়ার অনুমতি ও ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলোকে সহযোগিতা না করার বিষয় অবশ্যই থাকতে হবে৷

The Taliban explained | Conflict News | Al Jazeera

মাক্রোঁ বলেন, আমি মনে করি আন্তর্জাতিক স্বীকৃতির একটা মূল্য থাকা উচিত৷ এবং আফগান নারীদের সম্মান রক্ষা, পুরুষ ও নারীর মধ্যে সমতা আনার বিষয়টি আমাদের শর্তের মধ্যে থাকা উচিত৷

রোমে অনুষ্ঠিত হতে যাওয়া জি২০ সম্মেলনের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা আফগানিস্তান নিয়ে কথা বলবো৷ আমাদের বলতেই হবে৷ আমরা ইউরোপীয়রা, মার্কিনীরা, চীন, রাশিয়া, আফ্রিকা, এশিয়া, প্যাসিফিক ও ল্যাটিন অ্যামেরিকার বড় শক্তিরা, আমাদের সবার একটা পরিষ্কার বার্তা থাকতে হবে, এবং সেটা দিয়ে আমরা তালেবানকে স্বীকৃতি দেয়ার জন্য বিভিন্ন শর্ত ঠিক করবো৷

LEAVE A REPLY