যুক্তরাষ্ট্র থেকে ৩০০ রাশিয়ান কূটনীতিককে বহিষ্কারের আহ্বান

FILE PHOTO: View of the U.S. Senate chamber on Capitol Hill in Washington, U.S., February 9, 2021. U.S. Senate TV/Handout via Reuters/File Photo

যুক্তরাষ্ট্র থেকে ৩০০ রাশিয়ান কূটনীতিককে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন কয়েকজন ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটর। তারা বলেছেন, যদি রাশিয়ায় ওয়াশিংটনের প্রতিনিধিত্ব করার জন্য আরো ভিসা না দেওয়া হয় তাহলে রাশিয়ান কূটনীতিকদের বহিষ্কার করতে হবে।

মঙ্গলবার (৫ অক্টোবর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। সিনেট বৈদেশিক সম্পর্ক এবং গোয়েন্দা কমিটির সদস্য ডেমোক্রেটস সিনেটর বব মেনেন্দেজ ও মার্ক ওয়ার্নার এবং রিপাবলিকান সিনেটর জিম রিশ ও মার্কো রুবিও বহিষ্কারের আহ্বান তুলে ধরেন।

রাশিয়া আগস্ট মাসে মস্কোতে মার্কিন দূতাবাসকে গার্ড ছাড়া অন্যান্য ক্ষেত্রে রাশিয়ান বা তৃতীয় দেশের কর্মীদের নিয়োগ দিতে নিষেধ করেছে। ফলে সেখানকার দূতাবাস ১৮২ কর্মী এবং আরও কয়েক ডজন ঠিকাদারকে অব্যাহতি দিতে বাধ্য হয়।

এখন মস্কোতে মাত্র ১০০ জন মার্কিন কূটনীতিক আছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জুড়ে রাশিয়ান কূটনীতিকের সংখ্যা ৪০০ এর বেশি।

LEAVE A REPLY