আরিয়ানের জামিন আবেদন, সিদ্ধান্ত কাল

মুম্বাইয়ের ‘ড্রাগস-অন-ক্রুজ’ মামলায় শাহরুখপুত্র আরিয়ানকে ম্যাজিস্ট্রেট আদালত জুডিশিয়াল কাস্টডিতে পাঠিয়েছে- এ কথা এখন পুরনো। তবে নতুন তথ্য হলো, তাঁর জামিন আবেদনের বিষয়ে শুনানি হবে কাল, বেলা ১১টার সময়। 

আরিয়ানকে মাদক সরবরাহকারীকে ক্রুজ থেকে আটক করা হয়। ২৩ বছর বয়সী শাগরুখপুত্রের জামিনের বিষয়ে আপত্তি তুলে এই তথ্য জানায় অ্যান্টি ড্রাগস এজেন্সি।

গত সোমবার আটক হবার পর থেকে আদালতের নির্দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর হেফাজতেই আছেন আরিয়ান।

‘এই বিষয়ে তদন্ত খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা অভিযুক্ত এবং তদন্তকারী- উভয়ের জন্যই ফলদায়ক’- আরিয়ান এবং আরো সাতজনের হেফাজতের মেয়াদ বাড়ানোর সময় এমন মন্তব্য করেন বিচারক।

গত সোমবার মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরী ‘কর্ডেলিয়া’ থেকে আরিয়ানসহ আটজনকে আটক করা হয়। তাঁরা তখন একটি আমোদ পার্টিতে মত্ত ছিলেন।
সূত্র : এনডিটিভি

LEAVE A REPLY