হলিউডে অনুপমের ছেলে সিকান্দার

এবার হলিউডে পাড়ি দিলেন সিকান্দার খের, হাত ধরলেন ‘স্লামডগ মিলিওনেয়ার’ দেব প্যাটেল। 

হলিউডে পা রাখতে চলেছেন অনুপম খেরের পুত্র সিকান্দর খের। ‘স্লামডগ মিলিওনেয়ার’ ছবি খ্যাত হলিউড অভিনেতা দেব প্যাটেলের পরিচালনায় ‘মাঙ্কি ম্যান’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। এমনটাই জানাচ্ছে হিন্দুস্তান টাইমস।

হলিউডে বেশ পরিচিত মুখ সিকান্দরের বাবা তথা জনপ্রিয় অভিনেতা অনুপম খের। তাঁর সঙ্গে হলিউডের যোগাযোগ বেশ পুরোনো হলেও সিকান্দরের ক্ষেত্রে এই অভিজ্ঞতা প্রথম বার হতে চলেছে। অবশ্য তাঁর এই প্রাপ্তির সম্পূর্ণ ক্রেডিট তিনি দিয়েছেন ওই ছবির প্রয়াত কাস্টিং ডিরেক্টর শেহের লতিফকে। 

অনুপম-পুত্র জানিয়েছেন লতিফ না থাকলে এই চরিত্রে অভিনয় করা কোনওদিনই তাঁর পক্ষে সম্ভব ছিল না। সিকন্দরের কথাতেই জানা যায় বছর পাঁচেক আগে এই ছবির জন্য অডিশন দিয়েছিলেন তিনি। শেহেরই বেছে নিয়েছিলেন তাঁকে। 

এরপর জুন মাসে কিডনির সমস্যা ও আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন শেহের লতিফ।

LEAVE A REPLY