আইপিএলে আর হয়তো দেখা যাবে না ধোনিকে

বয়স হয়ে গেছে ৪০ বছর ৯৩ দিন। এক আইপিএল ছাড়া আর কোনো টুর্নামেন্টে খেলেনও না। সেই মহেন্দ্র সিং ধোনিকে সম্ভবত আগামী আইপিএল থেকে আর ক্রিকেটার হিসেবে দেখা যাবে না। চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির এবারের আইপিএল ফর্ম খুবই বাজে। ৭ ম্যাচে মাত্র ৮৪ রান, গড় মাত্র ১৮! দুই দিন আগে ধোনি আরও একটি আইপিএল আসরে খেলতে চেয়েছিলেন। কিন্তু দুইদিনেই তার মত ঘুরে গেছে।

গত বছরের আগস্টে ইনস্টাগ্রাম বার্তা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনি। গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ চলাকালীন ধোনি বলেন, ‘আমি এখন চেন্নাইয়ের হয়ে খেলছি। কিন্তু সিএসকের হয়ে আবার খেলব কি না, সেটি নিয়ে অনিশ্চয়তা আছে। আগামী মৌসুমে আরও দুটি দল আসছে আইপিএলে। আমরা ধরে রাখার নীতিটা কী, সেটা জানি না। আমরা জানি না, চেন্নাই কতজন বিদেশি ও ভারতীয় ক্রিকেটারকে ধরে রাখতে পারবে।’

ধোনির এমন মন্তব্য নিয়ে চেন্নাইয়ের অজি তারকা শেন ওয়াটসন বলেন, ‘ধোনির এ উত্তর গত বছর থেকে পুরোপুরি আলাদা। গতবার তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি আবারও আইপিএলে ফিরবেন। নিলামে কী হবে, নতুন দুটি দল এলে সমীকারণ কী হবে, এসব নিয়ে আসলেই অনিশ্চয়তা আছে। এ বিষয়ে ধোনির কথা শুনে আমার মনে হয়েছে, সে খেলোয়াড় হিসেবে ফিরবে কি না, তা নিয়ে নিশ্চিত নয়।সে হয়তো আগামীবার চেন্নাই সুপার কিংসের পরামর্শক হিসেবে ফিরতে পারে।’

LEAVE A REPLY