বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় তুলে নিয়েছে ব্রাজিল। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এই নিয়ে টানা ১০ ম্যাচ জিতে ইতিহাস গড়ে ফেলল। এ টুর্নামেন্টের ইতিহাসে এটাই কোনো দলের টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড। কাতার বিশ্বকাপের বাছাইপর্বে নেইমাররা এখনো অপরাজিত আছেন।
২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বে টানা ৯ ম্যাচ জিতে রেকর্ড গড়েছিল ব্রাজিল। এবার নিজেদের গড়া রেকর্ড নিজেরাই ভেঙে ফেলল তিতের শিষ্যরা। ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে এখনো অপরাজিত নেইমার-লুকাস পাকেতারা। ৯ ম্যাচের সব কটি জিতে ২৭ পয়েন্ট নিয়ে ব্রাজিল টেবিলে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে।
২০১৫ সালের ৮ অক্টোবর সান্তিয়াগোয় চিলির বিপক্ষে ২-০ গোলে হারেন নেইমাররা। এরপর থেকে বিশ্বকাপ বাছাইপর্বে এ পর্যন্ত ২১৯৩ দিনের মধ্যে কখনো হারের মুখ দেখেনি ব্রাজিল। ২১ জয়ের পাশাপাশি ৫টি ড্র। ২০১৮-২০২২ বাছাইপর্ব মিলিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে টানা ২৬ ম্যাচ অপরাজিত ব্রাজিল।