বন্যায় দক্ষিণ সুদানে ৬ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত : জাতিসংঘ

ভয়াবহ বন্যায় আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে ৬ লাখ ২৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। চলতি বছরের মে মাস থেকে চলা এই বন্যা পরিস্থিতির কারণে অনেকে বাড়িঘর ও নিজ এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে। খবর আল-জাজিরার। 

এক বিবৃতিতে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ক কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, দক্ষিণ সুদানে অতিরিক্ত বৃষ্টির কারণে নদীগুলোর বাঁধ ভেঙে বাড়িঘরসহ কৃষি ও মাছের খামার তলিয়ে গেছে। এছাড়া দেশটির ১০টি অঞ্চলের মধ্যে আটটি অঞ্চলই বন্যায় তলিয়ে গেছে।দেশটির জংলেই এবং ইউনিটি রাজ্য এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুই অঞ্চলের প্রায় ৫৮ ভাগ লোক ভয়াবহ বিপদের সম্মুখীন। এমন পরিস্থিতিতে তারা বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতা চেয়েছে। দক্ষিণ সুদানে বন্যায় আটকে পড়াদের দুই তৃতীয়াংশ ক্ষুধার জ্বালায় ভুগছে।

LEAVE A REPLY