মোহামেডান-আবাহনী হকি লড়াই আজ

গতকাল মওলানা ভাসানি স্টেডিয়ামে ক্লাব কাপ হকিতে নিজেদের প্রথম ম্যাচে মেরিনার ইয়াংস ক্লাব ভারতীয় খেলোয়াড় মাঠে নামিয়ে বাংলাদেশ স্পোর্টিংয়ের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে —

ক্লাব হকি শুরু হয়েছে মাত্র দুই দিন গেছে। আজ তৃতীয় দিনেই বড় ম্যাচ মাঠে গড়াতে যাচ্ছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মোহামেডান-আবাহনী মুখোমুখি হবে। এই দুই দল টুর্নামেন্টের একই গ্রুপে খেলছে। মোহামেডান জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। আবাহনী হারলেও সেমিফাইনালের সুযোগ থাকবে। কারণ আরো একটি ম্যাচ বাকি থাকবে, এজাক্সের বিপক্ষে।

আজকের ম্যাচে খেলার জন্য মোহামেডান বিদেশি খেলোয়াড় আনছে। মোহামেডানের হকি ম্যানেজার আরিফুল হকি প্রিন্স জানিয়েছেন ভারত থেকে তাদের তিন খেলোয়াড় আজ ঢাকায় পৌঁছাবেন। তারা সন্ধ্যায় ম্যাচ খেলতেও পারেন।’ আবাহনীর হকি কর্মকর্তা জাকি আহমেদ রিপন জানিয়েছেন তারা ভারতের খেলোয়াড় আনতে চেয়েছিলেন, কিন্তু ভিসা জটিলতায় আসছে না। সেমিফাইনালের আগে আসবেন। অন্য একটি অসমর্থিত সূত্রের দাবি গতকাল দুপুরেই আবাহনীর বিদেশি খেলোয়াড় এসেছে। আজ বিকাল ৪টায় এজাক্স ও পুলিশ মাঠে নামবে।

সবার আগে মেরিনার

ক্লাব হকি টুর্নামেন্টে সবার আগে বিদেশি খেলোয়াড় মাঠে নামিয়েছে মেরিনার ইয়াংস ক্লাব। চার জন খেলোয়াড় এসেছেন ভারত হতে। তারা গতকাল প্রথম ম্যাচেও খেলেছেন। মেরিনার ৭-২ গোলে বাংলাদেশ স্পোর্টিংকে হারিয়েছে। সত্যেনদার কুমার জাতীয় দলে, প্রদীপ মুর রিও অলিম্পিক দলে, অভিষেক জুনিয়র জাতীয় দলে ও সুখজিত সিং জাতীয় দলে খেলেছেন। বিদেশি খেলোয়াড় এনেই বড় জয় তুল নিয়েছে মেরিনার।

LEAVE A REPLY