ভারতের বিশ্বকাপ দলে কাশ্মীরের পেসার উমরান

কাশ্মীর মানেই ভূস্বর্গ। আবার কাশ্মীর মানেই নিরন্তর সংগ্রাম আর যুদ্ধ। এই অস্ত্রবাজির মাঝে থেকেও পেসার হিসেবে বেড়ে উঠেছেন উমরান মালিক। স্রেফ একটি লিস্ট ‘এ’ ও একটি টি-টোয়েন্টি ম্যাচের অভিজ্ঞতাসম্পন্ন উমরানকে এতদিন কেউই চিনত না। কিন্তু চলতি আইপিএলের দ্বিতীয় পর্বে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে তিনি গতির ঝড় তুলে সবার নজর কাড়েন। এই তারকা পেসারকে বিশ্বকাপ দলের সঙ্গে রেখে দিয়েছে ভারত।

আইপিএলে তার প্রথম বলটি ছিল ১৪৫ কিলোমিটার গতির, পরেরটিই স্পর্শ করে ১৫০! তৃতীয় ডেলিভারি ছিল ১৪৭ কিলোমিটার গতির। বিশ্বকাপের ভারতীয় মূল দলে অবশ্য তার নাম নেই। ২১ বছর বয়সী জন্মু ও কাশ্মীরের এই পেসার থাকছেন নেট বোলার হিসেবে। হুট করে আলোচনায় আসা এক তরুণের জন্য এটাও তো বিরাট ঘটনা। এবারের আইপিএলে তিনি সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিয়েছিলেন নেট বোলার হিসেবে। সেখান থেকে সুযোগ পান মূল একাদশে।

হায়দরাবাদের হয়ে অভিষেক ম্যাচে ৪ ওভারে ২৭ রান দেন উমরান। তার বেশ কয়েকটি ডেলিভারি ১৫০ কিলোমিটার ছাড়িয়ে যায়।দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে ২১ রান দিয়ে নেন ১টি উইকেট। পাশাপাশি ১৫৩ কিলোমিটার গতিতে বল করে আবারও আলোচিত হন। এবারের আইপিএলের এটাই দ্রুততম ডেলিভারি। তৃতীয় ম্যাচে বেদম মার খেয়ে ৪ ওভারে দেন ৪৮ রান। উইকেট নেন ১টি। এতে অবশ্য ক্ষতি হয়নি। তিনি গতি দিয়েই ভারতীয় টিম ম্যানেজম্যান্টের নজরে পড়ে গেছেন।

LEAVE A REPLY