আজ থেকে ঢাকা-কুয়েত রুটে ফ্লাইট চালাবে বিমান

প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আজ থেকে ঢাকা-কুয়েত রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার সন্ধ্যায় ৭টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে কুয়েতের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে লাল সবুজ পতাকাবাহী বাংলাদেশ বিমানের। সংস্থাটি এই রুটে সপ্তাহে দুইটি সরাসরি ফ্লাইট পরিচালনা করবে।

Kuwait central bank chief calls for reforms to ensure stability | Reuters

করোনার কারণে দেড় বছর কুয়েতে বিমানের ফ্লাইট বন্ধ ছিল। চলতি বছরের আগস্ট থেকে ধাপে ধাপে ঢাকা-কুয়েত রুটে কুয়েত এয়ারওয়েজ ও আল জাজিরা সরাসরি ফ্লাইট পরিচালনা করলেও টিকেটের মূল্য ছিল স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন গুণ বেশি।

Kuwait - State Magazine

বর্তমানে কুয়েত বিমান বন্দরে প্রতিদিন বিভিন্ন দেশ থেকে ১০ হাজার যাত্রী প্রবেশের অনুমতি রয়েছে। শিগগিরই এই সংখ্যা বাড়ানোর চিন্তা করছে দেশটির সরকার। এদিকে টিকেটের উচ্চ মূল্য হওয়াতে দীর্ঘদিন আটকে পড়া স্বল্প আয়ের প্রবাসীদের যাতায়াত করা সম্ভব হচ্ছে না।

তবে আজ থেকে বিমানের ফ্লাইট চলাচল শুরু হলে টিকেটের মূল্য স্বাভাবিক হয়ে আসবে বলে প্রত্যাশা কুয়েত প্রবাসীদের।

LEAVE A REPLY