কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গোলশূন্য ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এতে ভীষণ সমালোচনা হচ্ছে নেইমারের পারফর্মেন্স নিয়ে। বাছাই পর্বে ব্রাজিল ভালো অবস্থানে থাকলেও নেইমারের নিষ্প্রভ পারফরম্যান্সই সমালোচনা হচ্ছে। তবে এই মুহূর্তে প্রিয় শিষ্যের পাশে দাঁড়ালেন ব্রাজিল কোচ তিতে।
ম্যাচের শেষে তিতে বলেন, ‘নেইমারের ব্যাপারে মানুষের প্রত্যাশা থাকে যে, সব সময় অসাধারণ কিছু করবে, ব্রাজিলকে ম্যাচ জেতাবে। কারণ কল্পনার বাইরে ও অনেক কিছু করতে পারে।’
তিনি আরো বলেন, ‘নেইমার অসাধারণ মানের খেলোয়াড়, যে সব সময় অসাধারণভাবে খেলে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে, ওকে প্রতিপক্ষের খেলোয়াড়রা সব সময় কড়া পাহারায় রাখে। কখনও সেটা দুজন।’
কলম্বিয়ার বিপক্ষে ড্রয়ের পরও ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ল্যাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। ১০ ম্যাচে ৬ জয় ও ৪ ড্রতে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। এক ম্যাচ বেশি খেলা উরুগুয়ে ১৬ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে।