নাসুমকে টপকে আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ সন্দীপ

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার বা প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন নেপালের সন্দীপ লামিচানে। মাস সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশের নাসুম আহমেদ এবং যুক্তরাষ্ট্রের জাসকারান মালহেত্রা।

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ তথা মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ। গত ৬ অক্টোবর আইসিসি ঘোষণা করে, সেপ্টেম্বরের পারফরম্যান্সে প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছেন ৩ ক্রিকেটার। তারা হলেন- বাংলাদেশের নাসুম আহমেদ, নেপালের সন্দ্বীপ লামিচানে ও যুক্তরাষ্ট্রের জশকরন মালহোত্রা।

আইসিসি বিশ্বকাপ লিগ-২ এ আলো ছড়িয়েছেন লামিচানে। ছয় ওয়ানডেতে তিনি শিকার করেছেন ১৮টি উইকেট। পাপুয়া নিউগিনির বিপক্ষে ১১ রানে নিয়েছিলেন ৬ উইকেট। একই টুর্নামেন্টে ৬ ম্যাচে ২৬১ রান করেছিলেন যুক্তরাষ্ট্রের ব্যাটার জাসকারান মালহোত্রা। তবে সর্বাধিক ভোট পেয়েছেন সন্দীপ।

মুশফিকুর রহীম এবং সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে এই পুরস্কারের জন্য মনোনয়ন পেলেছিলেন নাসুম। গত জানুয়ারি থেকেই মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার ঘোষণা করে আসছে আইসিসি। এরই মধ্যে গত মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন মুশফিকুর রহীম এবং জুলাই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান।

LEAVE A REPLY