তিউনিসিয়ায় নতুন সরকারের নাম ঘোষণা

তিউনিসিয়ায় নতুন সরকার অনুমোদন দিয়েছে দেশটির প্রেসিডেন্ট কাইস সাঈদ। দেশটির নবনিযুক্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নাজলা বাউডেন রোমধানে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

তিউনিসিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে বরখাস্ত এবং সংসদ স্থগিত করার ১১ সপ্তাহ পর এমন সিদ্ধান্ত নিলো দেশটির প্রেসিডেন্ট কাইস সাঈদ। গত ২৫ জুলাই সাবেক প্রধানমন্ত্রীকে বরখাস্ত করার পর যখন তিনি বিচারিক ক্ষমতা প্রদান করেন তখন দেশটির বিরোধী দলীয় নেতারা এটিকে অভ্যুত্থান বলে অবিহিত করেছিল।

তিউনিসিয়ায় নতুন সরকারের নাম ঘোষণা

সোমবার (১১ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেলে সম্প্রচারিত এক অনুষ্ঠানে তিনি বর্তমান সরকার এবং তার মন্ত্রীপরিষদের নাম ঘোষণা করেন।

প্রেসিডেন্ট কাইস সাঈদ ঘোষণার মাধ্যমে ব্যাংক কর্মকর্তা সমীর সাইদকে অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী হিসেবে মনোনীত করেন। তৌফিক চারফেদ্দিনকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনয়ন দেন তিনি। এছাড়াও আগে থেকেই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন সমান জেরান্দিকে এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তৌফিক চারফেদ্দিনকে।

এদিকে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজার হাজার তিউনিসীয় নাগরিক। রোববার রাজধানী তিউনিসে এই বিক্ষোভের আয়োজন করেন তারা।

বিক্ষোভকারীরা তিউনিসের হাইরুদ্দিন পাশা স্ট্রিটে এসে জড়ো হন এবং পরে হাবিব বুরগুইবা অ্যাভিনিউ অভিমুখে পদযাত্রা করেন। এই সময় বিক্ষোভস্থলে নিরাপত্তা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়।

বিক্ষোভকারীরা ‘সংবিধান, স্বাধীনতা, জাতীয় সম্মান’, ‘অভ্যুত্থান ব্যর্থ হোক’, ‘জনগণ প্রেসিডেন্টের পদত্যাগ চায়’ লিখিত ব্যানার ও তিউনিসিয়ার পতাকা বহন করেন।

LEAVE A REPLY