দীর্ঘদিন পর হাতে ব্যাট তুললেন বেন স্টোকস

সর্বশেষ ২৬ জুলাই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ব্যাট করেছিলেন ইংল্যান্ডের বেন স্টোকস। এরপর মানসিক স্বাস্থ্যের কথা ভেবে তিনি অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতিতে আছেন। এছাড়াও সম্প্রতি দ্বিতীয়বারের মত আঙ্গুলে অস্ত্রোপচার করেন স্টোকস। তাই বিশ্বকাপের মতো বড় আসরে তার খেলা হচ্ছে না। তবে অস্ত্রোপচারের পর আঙ্গুলের উন্নতি হয়েছে বলে নিশ্চিত করেছেন স্টোকস।এখন আর ব্যাট ধরতে সমস্যা হচ্ছে না। 

টুইটারে ব্যাট ধরার ছবি দিয়ে ক্যাপশনে স্টোকসে লিখেছেন, ‘আঙ্গুল ভেঙ্গেছে ১২ এপ্রিল। ভাঙ্গার পর ১১ অক্টোবর প্রথম (ব্যাটের) হাতল ধরতে পারলাম।’

গত এপ্রিলে আইপিএল খেলার সময় ক্যাচ নিতে গিয়ে আঙ্গুল ভাঙ্গে স্টোকসের। এতে তিনি আইপিএল থেকে ছিটকে পড়েন। এরপর ওই মাসেই তার আঙ্গুলে অস্ত্রোপচার হয়। পরের মাসে ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্ট দিয়ে মাঠে ফিরেন স্টোকস। পরবর্তীতে জুলাইয়ে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিনি অধিনায়ক হয়েছিলেন। ব্যথানাশক ইনজেকশন নিয়ে দলকে নেতৃত্ব দিয়ে সিরিজ জয়ের স্বাদ দেন স্টোকস। এরপর গত ৩০ জুলাই থেকে তিনি অনির্দিষ্টকালের জন্য ক্রিকেটের বাইরে।

LEAVE A REPLY