ঢাকায় ফিরেই মিথিলার চমক

রাফিয়াত রশিদ মিথিলা।

প্রায় ৪ মাস পর কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী, সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। ঢাকায় ফেরার পর চমক দেখালেন এই অভিনেত্রী! জানালেন, ‘জলে জ্বলে তারা’ শিরোনামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

সরকারি অনুদান নিয়ে সিনেমাটি নির্মাণ করছেন অরুণ চৌধুরী। এই সিনেমায় প্রথমবারের মতো মিথিলার নায়ক হিসেবে অভিনয় করবেন জনপ্রিয় টিভি অভিনেতা এফএস নাঈম।

মিথিলা গণমাধ্যমকে বলেন, ‘কলকাতা থেকেই আমি সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে কথা চূড়ান্ত করি। ঢাকায় আসার পর (১৩ অক্টোবর) চুক্তিবদ্ধ হই। আমি কলকাতা থাকতেই অরুণদা সিনেমাটির শুটিং শুরু করেন। আমি শুটিং শুরু করব কাল (১৪ অক্টোবর) থেকে। আশা করি ভালো এতটি প্রজেক্ট হবে।’

ঢাকায় ফিরেই মিথিলার চমক

মিথিলা জানান, একটি নদী ও একজন নারীর গল্প নিয়ে এই সিনেমা। যেখানে তারা চরিত্রে অভিনয় করবেন তিনি। সিনেমাটির গল্প লিখেছেন ইফফাত আরেফিন তন্বী।

নাঈম-মিথিলা ছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মুনিরা আখতার মিঠু, মোস্তাফিজুর নূর ইমরান, ইকবাল, শখ, ওবিদ রেহান প্রমুখ।

LEAVE A REPLY