প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের শোচনীয় হার

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে চার উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। ৬ বল হাতে রেখেই জয়ের জন্য প্রয়োজনীয় ১৪৮ রান তুলে নেয় দলটি। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন অভিষ্কা ফার্নান্ডো। টাইগারদের পক্ষে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন সৌম্য সরকার।

এর আগে ব্যাট করে শ্রীলঙ্কাকে ১৪৮ রানের টার্গেট দেয় বাংলাদেশ। আবুধাবির টলারেন্স ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দলপতি লিটন দাস। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান করতে পারে টাইগাররা।

এদিন দারুণ শুরুর ইঙ্গিত দেন দুই ওপেনার লিটন দাস ও নাইম শেখ। কিন্তু ৩টি চারের সাহায্যে ১৬ রান করে সাজঘরে ফিরে যান লিটন। পরে নাইম শেখও ১১ রান করে আউট হয়ে যান। এরপর মুশফিক ও সৌম্য সরকার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। মাত্র ১৩ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিক।

পরে ২৬ বলে ৩৪ রান করে আউট হয়ে যান সৌম্য সরকার। এছাড়া আফিফ হোসেন ধ্রুব ১১, নুরুল হাসান সোহান ১৫, শেখ মেহেদী হাসান ১৬ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন দুশমন্থ চামিরা।

ইত্তেফাক/এসএ 

LEAVE A REPLY