মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি।
আগামী বৃহস্পতিবার ক্লাব কাপ হকির সেমিফাইনালে মেরিনার ইয়াংসের বিপক্ষে খেলতে পারবেন না মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। তাকে এক ম্যাচ নিষিদ্ধ এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তার বিরুদ্ধে অভিযোগ, সোমবার হকি মাঠে অনুষ্ঠিত মোহামেডান পুলিশের ম্যাচে আম্পায়ার সানির সঙ্গে অসদাচরণ করেছেন জিমি। ডিসিপ্লিনারি কমিটি জিমিকে এক ম্যাচ নিষিদ্ধ করে অর্থ জরিমানা করে। যে কারণে সেমিফাইনালে মেরিনারের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারবেন না দেশ সেরা এই তারকা খেলোয়াড়।
মোহামেডান ৪-১ গোলে পুলিশকে হারালেও এই ম্যাচে আম্পায়ার সানির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে বার বার। গুরুত্বপূর্ণ একটি ম্যাচ পরিচালনা করার মতো অভিজ্ঞতা সানির হয়নি বলে ফেডারেশনের একাধিক সূত্রের দাবি। সানিকে কেন দেওয়া হলো এটা নিয়েও ফেডারেশনের অভ্যন্তরে ক্ষোভ সৃষ্টি হয়েছে। দুই দলই ক্ষুব্ধ ছিল আম্পায়ারের ওপর।