আজ বন্ধ দেশের সব জুয়েলারি দোকান

বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আজ বন্ধ রয়েছে দেশের সব জুয়েলারি দোকান। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আজ বুধবার জুয়েলারি দোকান বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানায়, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী বুধবার দেশের সব জুয়েলারি দোকান সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

প্রতিবছরই দুর্গাপূজার মহা অষ্টমীর দিন দেশের সব জুয়েলারি দোকান বন্ধ থাকে।

LEAVE A REPLY