চরভদ্রাসনে ঘূর্ণিঝড়ে দু’টি ঘরের চাল উধাও

ফরিদপুরের চরভদ্রাসনে ৫ মিনিটের ঘূর্ণিঝড়ে দুটি ঘরের চাল উধাও হওয়ার ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উপজেলার গাজীরটেক ইউনিয়নের রমেশবালার ডাঙ্গী গ্রামে বুধবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী জানান, পূজা মন্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে তিনি ওই গ্রামে যান। হঠাৎ তিনি দেখতে পান ওই গ্রামের উত্তর দিক হতে ঘূর্ণিয়মান অবস্থায় ধুলি ঝড় এগিয়ে আসছে। যা ক্রমান্নয়ে বড় আকার ধারণ করে আকাশের সাথে মিলিত হয়। যা ৩ মিনিটের মত স্থায়ী ছিল। পরে চরহাজিগঞ্জ বাজার সংলগ্ন পদ্মা নদীর দক্ষিণ অংশের পানিতে গিয়ে দুর্বল হয়ে মিলিয়ে যায়। 
এ সময় ওই গ্রামের গোলাম মোস্তফা মুসুল্লীর ছেলে শহিদ মুসুল্লীর (৪১) দুটি ছাপড়া ঘরের টিনের চাল উড়িয়ে নিয়ে যায়।

LEAVE A REPLY