শাহরুখের জন্য আরিয়ানের এই অবস্থা: শত্রুঘ্ন সিনহা

সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন বিশ্বের অন্যতম ধনী অভিনেতা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। প্রাসাদোপম ‘মান্নাত’-এ বেড়ে ওঠা, বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। কিন্তু রাজকীয় সেই ছবি বদলে গেলো এক রাতেই। ২ অক্টোবর প্রমোদতরীর পার্টি জীবনের মোড় ঘুরিয়ে দিলো বলিউড বাদশার বড় ছেলের। এখনো জেলের রুদ্ধদ্বার কক্ষই শাহরুখের ছেলে ঠিকানা।

মাদক পার্টি থেকে গ্রেফতার হওয়ার পর একাধিক বার জামিনের আবেদন খারিজ হয়েছে তার। খান পরিবারের এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ালেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা।

শাহরুখের জন্যই আরিয়ানকে হেনস্থার শিকার হতে হচ্ছে। এমনই মনে করছেন শত্রুঘ্ন। বলিউডের অনেক তারকার মতোই শাহরুখের পাশে দাঁড়িয়েছেন তিনি। আরিয়ানের সমর্থনে কথা বললেন ‘কালীচরণ’।

শাহরুখের জন্য আরিয়ানের এই অবস্থা: শত্রুঘ্ন সিনহা

খ্যাতনামী শাহরুখের ছেলে বলেই আরিয়ানকে ‘নিশানা’ করা হচ্ছে বলে মনে করছেন তিনি। শত্রুঘ্নর আক্ষেপ, শাহরুখের এই কঠিন সময়ে বলিউডের সহকর্মীরা তার পাশে এসে দাঁড়াচ্ছেন না।

তার কথায়, ‘কেউ এগিয়ে আসছে না। সবাই ভাবছে এটা শাহরুখের সমস্যা। ও বুঝে নিক। ইন্ডাস্ট্রিতে সবাই ভিতু।’

LEAVE A REPLY