নারাইনকে পোলার্ডের ‘না’

সিপিএলের পর আইপিএলেও দুর্দান্ত বোলিং করছেন সুনীল নারাইন। আরব আমিরাতে তার মিতব্যয়ী বোলিং দেখে অনেকেই ডানহাতি স্পিনারকে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে দেখছিলেন। কিন্তু ক্যারিবিয়ান অধিনায়ক কাইরন পোলার্ড জানিয়ে দিয়েছেন, তেমন কোনো সম্ভাবনা নেই।

বিশ্বচ্যাম্পিয়নের তকমা বজায় রাখতে ঘোষিত স্কোয়াডের ওপরই আস্থা রাখছেন পোলার্ড। তাই কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওভার প্রতি ৬.১২ রান দিয়ে ১৪ উইকেট নিয়েও মেরুন জার্সি পড়ার সুযোগ নেই নারাইনের।

নিজের বন্ধু সম্পর্কে পোলার্ড বলেন, ‘তার না থাকা নিয়ে যদি একটি শব্দও বলি তা হলে ব্যাপারটি অন্যদিকে মোড় নেবে। ঠিক যেমনভাবে শারজাহর উইকেটে নারাইনের বল ঘুরছে। ভিন্ন দিকে চলে যেতে পারে। এই মুহূর্তে যেই ১৫ জন আছেন তাদের নিয়েই আলোচনা হোক, যা বেশি গুরুত্বপূর্ণ। দেখি আমরা শিরোপা ধরে রাখতে পারি কিনা।’

ইত্তেফাক/টিএ 

LEAVE A REPLY