কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আইপিএলের চতুর্থ শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নাইটদের ২৭ রানে হারিয় শিরোপা ঘরে তুলে মহেন্দ্র সিং ধোনির দল।
চেন্নাইয়ের ৩ উইকেটে ১৯২ রানের জবাবে ৯ উইকেটে ১৬৫ রান তুলতে সক্ষম হয় সাকিব আল হাসানদের কলকাতা। ফাইনালে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব। ৩ ওভারে ৩৩ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। এরপর ব্যাট হাতে নেমে প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফিরেছেন।
বিদেশি কোটার মারপ্যাঁচে অনেকগুলো ম্যাচই বেঞ্চে বসে থাকতে হয়েছে সাকিবের। তবে যেদিনই মাঠে নেমেছেন, মোটামুটি ভালই করেছেন। ৮ ম্যাচ খেলা সাকিব সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ৫০তম স্থানে রয়েছেন। টুর্নামেন্টে মোট ৩৯ ওভার বোলিং করে সাকিব শিকার করতে পেরেছেন মাত্র ৪টি উইকেট। ওভার প্রতি রান দিয়েছেন ৭.১৯। একটি উইকেট পেতে সাকিবের লেগেছে প্রায় ৪৭টি বল।
সাকিবের মতোই আরেক অলরাউন্ডার হলেন জেসন হোল্ডার। তবে সাকিবের সমান ম্যাচ খেলেও হোল্ডার নিয়েছেন ১৬টি উইকেট। সাকিবের সতীর্থ লোকি ফার্গুসনও ৮ ম্যাচ খেলেছেন, নিয়েছেন ১৩ উইকেট। এছাড়া মাত্র ৩টি করে ম্যাচ খেলা জেমি নিশাম, ক্রিস ওয়াকস, লুঙ্গি এনগিদিরারাও সাকিবের চেয়ে বেশি উইকেট শিকার করেছেন।
ব্যাট হাতেও তেমন কিছু করতে পারেননি সাকিব। ৮ ম্যাচ খেলে তিনি ব্যাটিং পেয়েছেন ৬ বার। একবার অপরাজিত থাকা সাকিব টুর্নামেন্টে করেছেন মোট ৪৭ রান। স্ট্রাইক রেট একশ’রও কম (৯৭.৯১)। সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় তার অবস্থানে ৭৬তম স্থানে।
ব্যাট হাতে সাকিবের চেয়ে রানসংখ্যা ও স্ট্রাইক রেটে এগিয়ে রয়েছেন স্যাম কারান (৪ ইনিংসে ৫৬), হার্শাল প্যাটেল (৮ ইনিংসে ৫৯), প্যাট কামিন্স (৫ ইনিংসে ৯৩) ও রশিদ খানরা (১০ ইনিংসে ৮৩)।