মামলার কবলে পড়েছেন বলিউডের আলোচিত কোরিওগ্রাফার নোরা ফাতেহি। অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের পাশাপাশি নোরার বিরুদ্ধেও অর্থ পাচারের অভিযোগ এনেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট [ইডি], যার পরিপ্রেক্ষিতে এ দুই তারকাকে ইডির দপ্তরে ডেকে নেওয়া হয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জ্যাকুলিন ও নোরার সঙ্গে সুকেশ চন্দ্রশেখর ও লিনা পাল নামের দুই প্রতারকের যোগসূত্র খুঁজে পাওয়া গেছে, যাদের বিরুদ্ধে রয়েছে ২০০ কোটি টাকা তছরুপের অভিযোগ।
র্যানব্যারি সংস্থার সাবেক মালিক শিবেন্দ্র সিংহ ও মালবেন্দ্র সিংহের পরিবার তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সুকেশ ও লিনা দু’জনেই বর্তমানে হাজতে রয়েছেন।
কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর সূত্রে খবর, প্রাথমিক তদন্তের পরেই সুকেশ ও লিনার সঙ্গে জ্যাকুলিন ও নোরার যোগসূত্র খুঁজে পাওয়া গেছে। যে কারণে গত বৃহস্পতিবার নোটিশ পেয়ে ইডির দপ্তরে হাজির হয়েছিলেন নোরা।
তবে এ বিষয় নিয়ে কোনো সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি এই তারকা। তাই দিল্লি পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা এই অভিযোগের তদন্তের কী ফল প্রকাশ করে, এখন সেটাই দেখার অপেক্ষা।