আজ রবিবার রাত ৮টায় স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে মাসকটের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে। দলকে সমর্থন দিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইতোমধ্যেই ওমানে পৌঁছে গেছেন। আজকের ম্যাচটি তার মাঠে বসে দেখার কথা আছে। যা টাইগারদের জন্য বাড়তি অনুপ্রেরণা হবে।
সফরের শুরুতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় যোগ দিতে দুবাই গিয়েছিলেন নাজমুল হাসান পাপন। সেই সভা শেষে তিনি মাঠে বসে আইপিএলের চতুর্দশ আসরের ফাইনাল দেখেন। তার পাশে দেখা গেছে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী আর সচিব জয় শাহকে। গতকাল ১৬ অক্টোবর তিনি আরব আমিরাত থেকে ওমানের উদ্দেশ্যে যাত্রা করেন।
বিসিবি বসের মাসকটে পৌঁছার খবর নিশ্চিত করেছেন বিসিবির অন্যতম পরিচালক আকরাম খান। বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ তিনি মাঠে বসেই দেখবেন। ইতোমধ্যেই স্বাগতিক ওমান আর পাপুয়া নিউগিনির মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড দুর্বল হলেও তাদের হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ।