প্রিয় শাড়ির যত্ন নেবেন যেভাবে

পূজার একেক দিন একেক শাড়ির চল। সারা বছর এমনিতে শাড়ি পরার আগ্রহ থাকেনা বা তেমন ভাবে পরা হয়না৷ তবু উৎসব, বিশেষত পূজাতে শাড়ি কেনার প্রতি আলাদা এক ধরণের আগ্রহ কাজ করে। পূজাতে নাহয় শাড়ি গায়ে জড়িয়ে বহুত ঘুরাঘুরি হলো। কিন্তু পূজা শেষে তো শাড়িগুলোর একটা গতি করতে হবে। পছন্দের শাড়ি গুছিয়ে না রাখলে নষ্ট হতে পারে। তাই এখনই পূজার ঘুরাঘুরি শেষে শাড়ি গুছিয়ে রাখার জোগাড়যন্ত্র শুরু করে দিতে হবে। সেটাই বা কিভাবে করবেন? তাই জেনে নিন আজ।

  • ঘুরাঘুরি করতে গিয়ে জ্যুস, কিংবা খাবারের দাগ পড়েছে? তার জন্যে শাড়ি আবার নতুন করে কাঁচতে হবেনা। আলমারিতে তুলে রাখার আগে দাগ তোলার দিকে মনোযোগ দিন। ঠাণ্ডা পানি কিংবা হালকা তরল সাবান ব্যবহার করুন। তরকারির তেল শাড়িতে লাগলে গ্লিসারিন বা পাউডার দিয়ে দাগ তোলার চেষ্টা করুন।
  • শাড়ি ভালো রাখার জন্যে মাঝপথে শাড়ির ভাঁজ বারবার বদলাতে হয়৷ নাহলে শাড়ি ভাঁজের মধ্যে ফেঁসে যায়। সিল্কের শাড়িতে এই সমস্যা বেশি হয়। আলমারিতে রাখার পর মাঝে মাঝে করে ভাঁজ বদলে নিন।
  • আলমারিতে শাড়ি ঝুলিয়ে রাখবেন না। এতে করে শাড়ির জরি নষ্ট হয়৷ ভাঁজ করে রাখুন এবং মাঝে মাঝে ভাঁজ বদলে নিন। কখনো কখনো শাড়ি রোদে দিয়ে রাখবেন। তাতে শাড়ি ভালো থাকবে।
  • আলমারিতে শাড়ি রাখার আগে কোণে ন্যাপথালিন রাখুন। ন্যাপথালিনের স্থলে নিমপাতাও রাখতে পারেন। এতে পোকামাকড়ের আশঙ্কা কম থাকবে। শাড়িও ভালো থাকবে।

LEAVE A REPLY