আলবেনিয়ার পশ্চিমাঞ্চলে সৈকত সংলগ্ন একটি রিসোর্ট থেকে ৪ রাশিয়ান পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, পর্যটকদের বয়স ৩১ থেকে ৬০ বছরের মধ্যে। তারা কেরেট নামে একটি গ্রামে অবস্থান করছিলেন।
আলবেনিয়ার পুলিশ শনিবার একটি বিবৃতি জারি করে বলেছে, শুক্রবার গভীর রাতে কেরেট গ্রামে একটি হোটেল থেকে পর্যটকদের লাশ উদ্ধার করা হয়। তবে ঘটনার বিস্তারিত তথ্য দেয়নি দেশটির পুলিশ। পুলিশ বলেছে, তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধারের ঘটনায় হোটেলের সব স্টাফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পাঁচ তারকাবিশিষ্ট হোটেলটিতে এক সপ্তাহের জন্য ছিলেন ওই ৪ রাশিয়ান পর্যটক। তদন্তকারীদের ধারণা, মৃত ৪জনের নামের মিল থাকায় তারা একই পরিবারের সদস্য হতে পারেন।
সূত্র : দ্য গার্ডিয়ান