‘১৪ বছর হয়ে গেল, ভারতের এবার চ্যাম্পিয়ন হওয়া উচিত’

১৪ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে পারেনি ভারত। ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনি ভারতকে এনে দিয়েছিলেন শিরোপা। অধিনায়ক হিসেবে বিরাট কোহলির এটাই শেষ বিশ্বকাপ। এরপর তিনি টি-টোয়েন্টি ফরম্যাটের সাধারণ একজন খেলোয়াড় হয়ে যাবেন। ভারতীয় দলের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরের মতে, ভারতীয় দলের সকল সদস্যকে মনে রাখতে হবে যে, ট্রফি খরা চলছে ১৪ বছর ধরে। তাই এবারের আসরে ট্রফি জিততে হবে।

গম্ভীরের মতে, অধিনায়ক বিরাট কোহলির লক্ষ্য হবে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপ জয়। তার ভাষায়, ‘আমি নিশ্চিত যে ভারতীয় দল এই টুর্নামেন্টে আরও ভালো করতে চাইবে। কারণ তারা ২০০৭ সালের পর টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিততে পারেনি। শিরোপা জেতার দীর্ঘ ১৪ বছর হয়ে গেছে। শুধু কোহলির জন্যই নয়, বরং ১৪ বছরের কথা মাথায় রেখে টুর্নামেন্ট জিততে হবে। কোহলিও বিশ্বকাপ জয়ী অধিনায়ক হতে চাইবে।’

টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলের মেন্টর হিসেবে যোগ দিয়েছেন। সেই বিষয়ে বলতে গিয়ে গম্ভীর বলেন, ধোনি তার অভিজ্ঞতা সেই তরুণ খেলোয়াড়দের সাথে ভাগ করবেন। স্টার স্পোর্টসকে গম্ভীর আরও বলেন, ‘প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া তরুণ খেলোয়াড়দের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করা খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ বিশ্বকাপ সম্পূর্ণ ভিন্ন। ধোনি এই অভিজ্ঞতা তরুণ ক্রিকেটারদের সঙ্গে শেয়ার করবেন।’

LEAVE A REPLY