গাঙ্গুলীর সঙ্গে দেখা করলেন রমিজ

ভারতের সাথে ক্রিকেটীয় বন্ধন গড়ে তুলতে চান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। এই বার্তা নিয়েই তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলীর সাথে দেখা করেছেন। রমিজ জানান, দ্বিপাক্ষীক সিরিজ আয়োজনে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্কের আরও উন্নতি প্রয়োজন। এজন্য ক্রিকেটীয় বন্ধন গড়ে তুলতে হবে।

দুবাইয়ে গত শুক্রবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় গাঙ্গুলীর সাথে দেখা হয় রমিজের। দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের জন্য ক্রিকেটীয় বন্ধন গড়তে আলোচনা করেন। এসিসির সভার বাইরে গাঙ্গুলী ও বিসিসিআইর সচিব জয় শাহর সাথে আলোচনা হয়েছে বলে জানান পিসিবি চেয়ারম্যান রমিজ। সবার আগ্রহের কেন্দে থাকা ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়েও সভায় আলোচনায় হয়েছে।

রমিজ বলেন, ‘এসিসির সভার বাইরে আমি ব্যাক্তিগতভাবে গাঙ্গুলী এবং জয়ের সাথে দেখা করেছি। আমরা ক্রিকেটীয় বন্ধুত্ব গড়ে তুলতে চাই। আমি বিশ্বাস করি, খেলাধুলা রাজনীতি থেকে দূরে থাকবে এবং সর্বদা আমরা এটাই চেয়েছি। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে এখনও অনেক কাজ করতে হবে এবং দুই বোর্ডের সর্ম্পকের আরও উন্নতি প্রয়োজন। এরপর দেখা যাবে আমরা কতদূর এগোতে পারি। আলোচনা  ফলপ্রসু হয়েছে।’

২০১৩ সালে সর্বশেষ দিপাক্ষীক সিরিজ খেলেছিল ভারত ও পাকিস্তান। এরপর থেকে শুধু আইসিসির ইভেন্টেই দেখা যায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। আগামী ২৪ অক্টোবর দুই দল মুখোমুখি হবে বিশ্বকাপের মঞ্চে। অন্যান্য বোর্ডের মতো বিসিসিআইয়ের সাথে সুসর্ম্পক রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন রমিজ। তিনি বলেন, ‘অন্যান্য বোর্ডের মতোই বিসিসিআইর সাথে সুসম্পর্ক রাখতে চাই এবং আমাদের মধ্যে কোনে ইস্যু তৈরি হলে এসিসি সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশ্বাস।’

LEAVE A REPLY