টাঙ্গাইলে ২ কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

টাঙ্গাইলের বাসাইলের কাউলজানী ইউনিয়নের বোর্ডবাজার ও বার্থা দক্ষিণপাড়া থেকে দুই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- উপজেলার কাউলজানী বোর্ডবাজার এলাকার কামাল মিয়ার মেয়ে শারমিন আক্তার (১৫) ও একই ইউনিয়নের বার্থা দক্ষিণপাড়া গ্রামের মোস্তফা সিকদারের মেয়ে মুক্তা (১৫)। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার (২০ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে উপজেলার কাউলজানী বোর্ডবাজার এলাকায় শারমিন আক্তারের লাশ পাশের ঘরের ওড়না দিয়ে ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হাসান তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, মায়ের সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে।

অপরদিকে বার্থা দক্ষিণপাড়া গ্রামে মুক্তাকেও বিকেল ৫টার দিকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হাসান তাকেও মৃত ঘোষণা করেন। পরিবারে অজান্তে অভিমান করে বিকেলে মুক্তা আত্মহত্যা করে বলে জানা যায়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ইত্তেফাককে জানান, নিহত দুইজনের লাশ থানায় রয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY