অবশেষে বাবা-ছেলের দেখা, কেঁদে ভাসালেন আরিয়ান!

শাহরুখ খান ও আরিয়ান খান।

অবশেষে জেলে গিয়ে ছেলে আরিয়ান খানের সঙ্গে দেখা করলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। মাদক মামলায় আরিয়ান খান গ্রেফতারের পর প্রথমবার ছেলের সঙ্গে দেখা করলেন বলিউড বাদশাহ।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে কালো কাচের গাড়িতে করে মুম্বাইয়ের আর্থার রোড জেলে যান শাহরুখ। গ্রিল ও কাচের দেওয়ালের ওপারে ছেলে আরিয়ান খান। কথা হল ইন্টারকমে। এ সময় তার সঙ্গে ছিলেন আইনজীবীদের একটি দল। জেলের ভিতর প্রায় ১৫ মিনিট ছিলেন শাহরুখ খান। দ্রুত ছেলের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে আসেন তিনি।

অবশেষে বাবা-ছেলের দেখা, কেঁদে ভাসালেন আরিয়ান!

জেল সূত্রের বরাদ দিয়ে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, ছেলে ঠিক মতো খাওয়াদাওয়া করছেন কি না, সে বিষয়ে জিজ্ঞেস করেন শাহরুখ। আরিয়ান জানান, জেলের খাবার তার ভাল লাগছে না। শাহরুখ তখন জেল-কর্তৃপক্ষের কাছে জানতে চান, বাড়ি থেকে খাবার পাঠানো যাবে কিনা। জেল-কর্তাদের বক্তব্য, ‘আদালত নির্দেশ দিলে খাবার পাঠানো যাবে। বাবার সঙ্গে দেখা করে কেঁদে ফেলেছিলেন আরিয়ান।

করোনা পরিস্থিতির কারণে জেলের কয়েদিরা তাদের পরিবারের সঙ্গে সামনাসামনি দেখা করতে পারতেন না। সে কারণে দিন কয়েক আগে ভিডিও কলের মাধ্যমে ছেলে আরিয়ানের সঙ্গে কথা বলেন শাহরুখ-গৌরী। সে দিনও নাকি মাকে দেখে কেঁদে ফেলেছিলেন শাহরুখের ছেলে।

অবশেষে বাবা-ছেলের দেখা, কেঁদে ভাসালেন আরিয়ান!

এদিকে বারবার জামিনের আবেদন করা হলেও কোনোভাবেই জামিন মিলছে না আরিয়ানের। বুধবার (২০ অক্টোবর) তার জামিন আবেদন পুনরায় নাকচ করে দেন মুম্বাই আদালত। এবার হাই কোর্টের দ্বারস্থ হবেন আরিয়ানের আইনজীবী।

আরিয়ান গ্রেফতার হওয়ার পর এই প্রথম শাহরুখ খান প্রকাশ্যে এসেছেন। ইচ্ছে থাকা সত্ত্বেও বের হতে পারছিলেন না। কারণ বাড়ির বাইরে প্রতিনিয়ত অগণিত ভক্তের ভিড় লেগে আছে।

অবশেষে বাবা-ছেলের দেখা, কেঁদে ভাসালেন আরিয়ান!

গত ২ অক্টোবর রাতে মুম্বাইয়ের উপকূল থেকে গোয়াগামী একটি প্রমোদতরী থেকে কয়েকজন বন্ধু-সহযোগীসহ আরিয়ান খানকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ৮ অক্টোবর থেকে জেলে বন্দি আরিয়ান। বুধবার (২০ অক্টোবর) মুম্বাইয়ের স্পেশাল আদালতে তার জামিনের আবেদন খারিজ করে দেয় মুম্বাইয়ের বিশেষ আদালত। নিম্ন আদালতের সেই নির্দেশের বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ২৩ বছর বয়সী আরিয়ান। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সেখানে আরিয়ানের জামিন আবেদনের শুনানি হবে।

LEAVE A REPLY