টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অপরিবর্তিত একাদশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ওমানের আল-আমিরাত স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা পাপুয়া নিউগিনি।

এই ম্যাচটি বাংলাদেশকে জিততেই হবে। পাশাপাশি রান রেটের দিকেও নজর রাখতে হবে। বড় ব্যবধানে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে যাওয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচের (স্কটল্যান্ড বনাম ওমান) ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। আর বাংলাদেশ অল্প ব্যবধানে জিতলে গ্রুপ রানার্সআপ হয়ে পরের রাউন্ডে যাবে।

বাংলাদেশ একাদশ: নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

পাপুয়া নিউগিনি একাদশ: লেগা সিয়াকা, আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সেসে বাউ, সাইমন আটাই, হিরি হিরি, নরম্যান ভানুয়া, কিপলিন ডোরিগা, চাদ সোপার, কাবুয়া মোরিয়া ও ড্যামিয়েন রাভু।

LEAVE A REPLY