বাল্ডউইনকে গুলিভর্তি প্রপ বন্দুক দিয়ে বলা হয় ‘নিরাপদ’

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি সিনেমার সেটে অভিনেতা অ্যালেক বাল্ডউইনের চলচ্চিত্রে ব্যবহৃত বন্দুকের গুলিতে সিনেমার চিত্রগ্রাহক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন সিনেমাটির পরিচালক।

গতকাল শুক্রবার আদালতের রেকর্ড প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, অ্যালেক বাল্ডউইনকে একজন সহকারী পরিচালক গুলি ভর্তি অস্ত্র দিয়েছিলেন। ওই অভিনেতা একজন সিনেমাটোগ্রাফারকে গুলি করে মারার আগে প্রপ অস্ত্র দেওয়া সেই ব্যক্তি বাল্ডউইনকে ইঙ্গিত দিয়েছেলেন- এটি ব্যবহার করা নিরাপদ।

তবে সহকারী ওই পরিচালকও জানতেন না যে, বন্দুকটিতে গুলি রয়েছে। সান্তা ফে আদালতে দায়ের করা একটি অনুসন্ধান পরোয়ানায় এসব তথ্য রয়েছে।

জানা গেছে, নিহত ৪২ বছর বয়সী নারী হ্যালিনা হাচিন্স ওই সিনেমার ডিরেক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করছিলেন। সেটে কর্মরত অবস্থাতেই তিনি গুলিবিদ্ধ হন। তার বুকে গুলি লেগেছে।

গুলিবিদ্ধ হওয়ার পর দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও গুরুতর জখমের কারণে তার মৃত্যু হয়। পরিচালক জোয়েল শৌজা তার পাশেই ছিলেন। তিনিও আহত হয়েছেন। আদালতের নথিতে এসব তথ্য রয়েছে।

গতকাল শুক্রবারই পরোয়ানা জারি করা হয়েছে। যাতে করে তদন্তকারীরা গুলি লাগার জায়গার দৃশ্য নথিভুক্ত করতে পারেন, সে ব্যাপারেও নির্দেশনা রয়েছে।

নিহত চিত্রগ্রাহকের রক্তমাখা পোশাকটি প্রমাণ হিসেবে নেওয়া হয়েছে। সেই সঙ্গে তার ব্যবহার করা পিস্তলটিও জব্দ করা হয়েছে।

তদন্তকারীরা বাল্ডউইন অভিনীত ছবির শুটিংয়ের সময় ব্যবহৃত অন্যান্য প্রপ বন্দুক এবং গোলাবারুদও জব্দ করেছেন।

শুক্রবার সকালেই বাল্ডউইন বলেছেন, এই হত্যাকাণ্ডটি মর্মান্তিক দুর্ঘটনা। 

তাৎক্ষণিকভাবে অবশ্য বাল্ডউইনকে আটক করা হয়নি। বাল্ডউইনের ভ্রমণের ব্যাপারেও কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

এর আগে ১৯৮৪ সালে একজন অভিনেতার এভাবে মৃত্যু হয়েছিল। এরপর ১৯৯৩ সালে সিনেমার সেটে অভিনেতা ব্র্যান্ডন লির প্রপ বন্দুকের গুলিতে দুর্ঘটনাবশত একজন নিহত হন।
সূত্র: গার্ডিয়ান।

LEAVE A REPLY