লিওনেল মেসি চলে যাওয়ার পর বার্সেলোনার অবস্থা এখন সঙ্গীন। হারতে হারতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। একটা জয়ের জন্য হা হুতাশ করতে হয়। কিন্তু অতি সম্প্রতি দলটি গুছিয়ে উঠতে শুরু করেছে। লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে। তাই এল ক্লাসিকো সামনে রেখে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও বার্সেলোনাকে নিয়ে সতর্ক করেছেন শিষ্যদের।
ন্যু ক্যাম্পে অনুষ্ঠিতব্য ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘অনেক সমস্যার মধ্যে থেকে দলটি (বার্সেলোনা) ঘুরে দাঁড়াচ্ছে; একটু একটু করে তারা নিজেদের আসল রূপ ফিরে পাচ্ছে, উন্নতি করছে। দলগুলো আগের কয়েক ম্যাচে কী করেছে, সেটা এ ধরনের ম্যাচে গুরুত্বপূর্ণ নয়। আসল বিষয়টা হলো মাঠের খেলা। সব ম্যাচই এমন।’
আগামীকাল রবিবার মাঠে গড়াবে কাঙ্ক্ষিত সেই এল ক্ল্যাসিকো। যদিও মেসি-রোনালদোরা চলে যাওয়ায় এই ম্যাচ এখন রং হারিয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ দুই ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়ে মৌসুমের প্রথম ক্লাসিকোয় রিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা। কাতালুনিয়ার দলটির সঙ্গে নতুন চুক্তি করা আনসু ফাতি, পেদ্রিরাও খেলতে নামবেন।